জেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগের উদ্যোগে ফেনী রেল স্টেশন থেকে ৪৫ ভিক্ষুক আটক
- Updated Nov 01 2023
- / 509 Read
ভিক্ষা না করার শর্তে মুছলেকায় ছাড়
শহর প্রতিনিধি:
ফেনী রেল স্টেশন এলাকায় ভিক্ষাবৃত্তি নিরসন ও নিরুৎসাহিত করতে অভিযান চালানো হয়েছে। জেলা সমাজসেবা বিভাগের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্বে ছিলেন সিনিয়র সহকারী কমিশনার সুবল চাকমা।
অভিযানে ফেনী রেল স্টেশনে ভিক্ষাবৃত্তিরত অবস্থায় ৪৫ জন ভিক্ষুককে আটক করা হয়। তাদের জীবনবৃত্তান্ত জানার পর তাদের সাথে মোটিভেশনাল আলোচনা করা হয় এবং নিজ নিজ জেলার থেকে ভিক্ষুক পুণ:র্বাসন প্রকল্প থেকে সহায়তা নিয়ে ভিক্ষাবৃত্তি না করার জন্য বুঝানো হয়। একপর্যায়ে তারা আর কখনো ফেনী অথবা নিজ নিজ জেলায় ভিক্ষাবৃত্তি করবেন না মর্মে মুছলেকা দিলে তাদেরকে ছেড়ে দেয়া হয়।
সমাজসেবা বিভাগের উপপরিচালক মো. সাইফুল ইসলাম ভূঞা বলেন, ফেনীতে আটককৃত বেশিরভাগ ভিক্ষুক ফেনীর আশপাশের জেলা থেকে রেলগাড়ি চড়ে ভিক্ষা করতে আসেন। তারা আর ফেনীতে ভিক্ষা করতে আসবেন না মর্মে মুছলেকা দেয়ায় তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।
অভিযানে অন্যান্যের মাঝে সমাজসেবা বিভাগের সহকারী পরিচালক মো. শহীদউল্লাহ, ফেনী রেল স্টেশন মাস্টার মো. হারুন, শহর সমাজসেবা কর্মকর্তা শাহ কায়সার মাহমুদ, ফেনী সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসির উদ্দীন, স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের সভাপতি মঞ্জিলা আক্তার মিমিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত